ধর্মান্তরিত হয়ে কুষ্টিয়ার মেয়েকে বিয়ে করলেন চাইনিজ যুবক শি জিং ইউ। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে সোহান আহমেদ। রবিবার দুপুরে কুষ্টিয়ায় নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ধর্মান্তরের পর কুষ্টিয়া সদরের খাজানগর গ্রামের মোতালেব মিস্ত্রির মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন ওই চাইনিজ যুবক।
এর আগে চীনের জিয়াংসি প্রদেশের হেনান শহর থেকে রাত ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিং ইউ। ইমিগ্রেশনসহ সব কাজ শেষ করে রাত ৩টার দিকে বাইরে আসেন শি জিং ইউ। এ সময় বৃষ্টি খাতুনসহ পরিবারের সদস্যরা ওই চাইনিজ যুবককে স্বাগত জানান। ঢাকা থেকে গতকাল বেলা সোয়া ১১টার দিকে কুষ্টিয়ার আদালতে নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হন তারা। এরপর এফিডেভিটের মাধ্যমে বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ।
তার নতুন নাম রাখা হয় সোহান আহমেদ। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী সোহান ও বৃষ্টি খাতুনের বিয়ে সম্পন্ন হয়। শি জিং ইউ জানান, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এক সঙ্গে থাকতে চাই।তবে বৃষ্টি খাতুন এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে অনীহা প্রকাশ করেন। তিনি জানান, পাঁচ মাস আগে অনলাইনে শি জিং ইউ-এর সঙ্গে তার পরিচয় হয়।
বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক জানান, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের পরিবার ও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছে। এদিকে এই বিয়ে নিয়ে কুষ্টিয়া আদালতপাড়াসহ খাজা নগর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।