রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল থেকে পুলিশ অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখা যায়নি। শনিবার (৩০ আগস্ট) সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টি অফিসের সামনের সড়কে দুইপক্ষের পাল্টাপাল্টি ছোড়া ইটপাটকেলগুলো এখনও রয়ে গেছে। পুলিশ সদস্যরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন।  এ ছাড়া গতকাল সংঘর্ষের সময় যেসব দোকানে ইটপাটকেল ঢুকে যায়, সেসব দোকান খুলে পরিষ্কার করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত গণমাধ্যমকে জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন।   তিনি আরও জানান, দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।  নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com