রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের ঢাকায় মহাসমাবেশ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি তুলে ধরেন তারা। ছয়টি পৃথক শিক্ষক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই সমাবেশের আয়োজন করেছে।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন ও ভাতা নিশ্চিত করা। শতভাগ শিক্ষককে পদোন্নতি প্রদান। ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, যদি আজ স্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়া যায়, তাহলে সমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। চলতি বছরের মে মাসে তারা এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেন, যা পরবর্তীতে দুই ঘণ্টা এবং অর্ধদিবসের কর্মবিরতিতে পরিণত হয়। ২৬ মে থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসের পর ১ জুন থেকে তারা ক্লাসে ফিরে গেলেও, তিন মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নেমেছেন।

এদিকে, ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ নামে আরেকটি সংগঠনও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। তাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে টানা অনশন কর্মসূচি পালন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রধান শিক্ষকরা দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান।
দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com