কাউখালীর সাবেক যুবদেলর সভাপতি সায়েম তালুকদার ,বর্তমান যুবদলের আহবায়ক মামুন,সদস্য সচিব সোহেল, সাবেক ছাত্রদলের আহবায়ক উজ্জ্বল ,সাবেক সেচ্ছাসেবক দলের নেতা লিটান,বিশিষ্ট ব্যবসায়ী পলাশ,শাহজাদা বাপ্পি ,তাওহীদ,মিরাজ,মোস্তাফিজ ,সাকিব তালুকদার সহ অনেকে।
আয়োজনের প্রথমেই ১০ জন জুলাই যোদ্ধাদের নূরুল ইসলাম মঞ্জুর ফাউন্ডেশনের উদ্যোগে আহত যোদ্ধাদের ফুল ও আর্থিক সন্মাননা দেয়া হয়।এর আগেও সুমন মঞ্জুর জুলাই যোদ্ধাদের সহয়াতা করেছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউখালী বিএনপির সাধারণ সম্পাদক মনবতার ফেরীওয়ালা এইচ এম দীন মোহাম্মদ।
মতবিনিময় সভায় সকলের একটাই দাবি যার যার স্হান থেকে মাঠে ঘাটে বিএনপির তৃণমূল পর্যায়ে ভোটারদের সংগঠিত করে আহম্মদ সোহেল সুমন মঞ্জুর প্রার্থীতা ও ধানের শীষ প্রতীককে জিতিয়ে আনতে কাজ করবে। পরিশেষে নৈশভোজের আয়োজনে শেষ হয় মতবিনিময় সভা।