মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে প্রশাসনের কাছ থেকে জোড়পূর্বক ড্রেজার ছিনিয়ে নেয়ার অভিযোগ সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দিলো পুলিশ আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা বিকেলে সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা ডাকসু নির্বাচন হবে, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে প্রশাসনের কাছ থেকে জোড়পূর্বক ড্রেজার ছিনিয়ে নেয়ার অভিযোগ সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দিলো পুলিশ আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা বিকেলে সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা ডাকসু নির্বাচন হবে, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫০

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫০০ মানুষেরও বেশি। দেশটির কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ ও আনাদুলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সহায়তার আবেদন জানিয়েছে দেশটির আফগান সরকার।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে, তাই মানুষের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। আমরা একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করার জন্য শত শত লোককে একত্রিত করেছি।

এই ভূমিকম্প বিশেষভাবে ভয়াবহ ছিল, কারণ এটি মাত্র পাঁচ মাইল গভীরতায় আঘাত হানে, এমনকি মাঝারি মাত্রার ক্ষেত্রেও এটি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। দেশটির সরকার জানিয়েছে, কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, হেলিকপ্টারে করে মৃতদেহ পরিবহনের প্রচেষ্টা পরিচালনাকারী একজন তালেবান নেতা বলেছেন, একটি গ্রামে ২১ জন মারা গেছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এখনও প্রদেশের অনেক জেলায় আফটারশক অনুভূত হচ্ছে। কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা ভয়াবহ’।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দূরবর্তী এবং পৌঁছানো কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছেন না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, অন্য অংশে ভূমিধস এবং বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কয়েকটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে কম্পন। সূত্র : এনবিসি নিউজ ও আনাদুলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com