নিজস্ব প্রতিবেদক: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯২ জনের নাম উল্লেখ করা হয়। শাহপরান (রহ:) থানার সি আর মামলা নং ৪০৮/২০২৫ ইংরেজী। মামলার বাদী সাইদুল হাসান লিটন ১৯০৮ ইং সনের বিস্ফোরক আইনে ৩/৪ ধারাসহ অন্যান্য ধারা ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/
৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ দন্ডবিধি। এই মামলাটি দাখিল করেন ।
মামলার আসামীরা হচ্ছেন:
১। শফিউল আলম নাদেল (৫৫)
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ
২। আনোয়ারুজ্জামান (৫০), পিতা-নওসাদ : মিয়া, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, সাং-পাঠানটুলা, থানা-জালালাবাদ,
৩। আব্দুল খালিক লাভলু (৩৫), পিতা- অজ্ঞাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর, যুবলীগ, সাং- ভাতালিয়া খানা- কোতোয়ালী, জেলা- সিলেট ।
৪। জুমদিন আহমদ (৪৫), পিতা- অজ্ঞাত, সদস্য সিলেট মহানগর আওয়ামীলীগ, সাং- খোজারখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ।
৫। শামীম আহমদ উরফে ইউনিক শামীম (৫৫), সাধারণ সম্পাদক, সিলেট জেলা, যুবলীগ, সিলেট ।
৬। আহমদ আল কবির (৩৭), পিতা- মৃত তফজ্জুল আলী- সাং- শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ, জেলা- সিলেট ।
৭। তামিম আহমদ (৫০), সভাপতি সিলেট চেম্বার অব কমার্স, সিনিয়র সদস্য, হানগর আওয়ামীলীগ, সিলেট ।
৮। ফারুক আহমদ মিছবাহ (৫৬), পিতা- অজ্ঞাত, সাং- দারুস সালাম বন্ধন, খাসদবির, সাবেক সভাপতি সিলেট চেম্বার অব কমার্স, সিলেট ।
৯। মতিউর রহমান (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- শ্রীরামপুর, গ্রাম- শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, মাগলাবাজার, জেলা- সিলেট । কাউন্সিলর; ৪২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন।
১০। মোছাদ্দিক আহমদ (৪৮), পিতা- আবুল বশয়, সদস্য জেলা পরিষদ, সাং এ ১/৫, অনামিকা, পূর্ব শাহী ঈদগাহ, থানা+ জেলা-সিলেট ।
১১। রাহিমুল ইসলাম লিহিন (৩৬), সভাপতি দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ, পিতা- মনুহর আলী, সাং- পশ্চিম দাউদপুর, পশ্চিমপাড়া, থানা- মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট ।
১২। পাপলু আহমেদ (৩৫), সদস্য দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ, সাং-মাঝপাড়া, ৪নং ওয়ার্ড তুরুকখলা, দাউদপুর ইউনিয়ন, মোগলাবাজার, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
ূ১৩। জায়েদ আহমেদ (৪৪), পিতা- সাইস্তার: আলী, সাং- হাড়ীয়ারচর, তুরুকখলা, দাউদপুর
ইউনিয়ন, থানা- মাগলাবাজার, জেলা- সিলেট ।
১৪। ফয়সল আহমদ (২৯), পিতা- মৃত দুলু মিয়া, সাং- দৌলতপুর, ৮নং ওয়ার্ড, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
১৫। আবুল কালাম দীপু (যুবলীগ নেতা) (৩৫), পিতা- আব্দুল হান্নান
১৬। শারমিন আক্তার রুমি (যুব মহিলা লীগ নেত্রী) (৩৮), সাবেক কাউন্সিলর, স্বামী- মঞ্জু মিয়া ।
১৭। আব্দুল হান্নান (আওয়ামীলীগ – -নেতা (৫৫), পিতা- মৃত আওয়াল মিয়া, সাং- মাছিমপুর, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট ।
১৮। মঞ্জু আহমদ (যুবলীগ নেতা) (৩৮); পিতা-আব্দুল হান্নান, সাং- মাছিমপুর, থানা- কাতোয়ালী, জেলা- সিলেট ।
১৯। অপি (ছাত্রলীগ নেতা) (২৫), পিতা- আব্দুল হান্নান, সাং- মাছিমপুর, থানা- কাতোয়ালী, জেলা- সিলেট ।
২০। অমি (ছাত্রলীগ নেতা) (২৪), পিতা- আব্দুল হান্নান
২১। রিপা বেগম (২৯), পিতা-আব্দুল হান্নান, সাং- মাছিমপুর, থানা- কোতোয়ালী, জেলা-
সিলেট ।
২২। জুয়েল আহমদ (২৭), পিতা- মৃত দিলু মিয়া, ছাত্রলীগ সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা, সাং- দৌলতপুর, ৯নং দাউদপুর ইউনিয়ন, থানা-মোগলাবাজার, জেলা- সিলেট ।
২৩। মছরু মিয়া (৪০), পিতা- মৃত মশকদ কারী, সদস্য, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, সাং- দৌলতপুর, ৯নং দাউদপুর ইউনিয়ন, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
২৪ । জামাল উদ্দিন (৪৮), পিতা- মৃত আজিজুর উদ্দিন, সভাপতি ক্স ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, সাং- পানিগাঁও, থানা- মাগলাবাজার, জেলা- সিলেট ।
২৫। নাহিদ আহমদ (২৭), পিতা- মৃত আব্দুল কাদির, সহ-সভাপতি, ৮নং ওয়ার্ড ‘দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ, সাং দৌলতপুর, ৯নং দাউদপুর ইউনিয়ন, খানা- মোগলাবাজার, জেলা- সিলেট
২৬। সেবুল আহমদ (৪১), পিতা- অজ্ঞাত : ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, সাং- ঝাপা, ডাকঘর- রাখালগঞ্জ, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
২৭। মিজান আহমদ (২৮), পিতা- মৃত আতাউর রহমান, সদস্য ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, সাং- পানিগাঁও, ৯নং দাউদপুর ইউনিয়ন, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
২৮। বিলাল আহমদ (২৬), পিতা- সুজা মিয়া, সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ, সাং-
সিকন্দরপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
২৯। তানভীর আহমদ (৩৫), পিতা- অজ্ঞাত, সদস্য, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ, সাং- রেংগা
আশুগঞ্জ, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
৩০ । মোহাম্মদ নজরুল ইসলায় (৪২) আহবায়ক কমিটির সদস্য, গোলাপগঞ্জ, উপজেলা যুবলীগ, সাবেক সভাপতি ৭নং লক্ষণাবন ইউনিয়ন যুবলীগ, পিতা- আব্দুর রউফ, সাং-নিজ ঢাকা দক্ষিণ, মুসলিমপাড়া, পোঃ কৈলাশ, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট ।
৩১। ওয়াহিদ আহমদ (২২), পিতা- জামাল উদ্দিন, নোয়াটি, জেলা ছাত্রলীগ নেতা, সাং- মেওয়া নোয়াটি পোঃ দুবাগ বাজার, থানা: বিয়ানীবাজার, জেলা- সিলেট ।
৩২। মোঃ আইয়ুব খান (৪৮), মাধবপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ নেতা, পিতা- মৃত আহম্মদ আলী, সাং- নজরপুর, ডাকঘর- মৌজপুর, ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৩৩ । মোঃ আবুল কাশেম (৬০), মাধবপুর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ নেতা, পিতা- মৃত রহিজ আলী, নজরপুর, ডাকঘর- মৌজপুর, ৪নং আদাঐর ইউনিয়ন থানা: মাধবপুর,জেলা-হবিগঞ্জ ।
৩৪ । বাবুল মিয়া, পিতা-অজ্ঞাত, সাং- ৫৮ লালাদিঘিরপাড়, বর্তমান ঠিকানা- সনুগুন্ডার কলোনি, লালাদিঘিরপাড়, সিলেট ।
৩৫। সালেক মিয়া (২০), পিতা- বাবুল মিয়া, সাং- ৫৮ লালাদিঘিরপাড়, বর্তমান ঠিকানা- সনুগুন্ডার কলোনি, লালাদিঘিরপাড়, সিলেট ।
৩৬ । আবিদুর রহমান আব্দুল, পিতা- মৃত আব্দুর রহমান, সাং- কল্পগ্রাম, বন্দেরবাড়ী, পোঃ খাদিমপাড়া, বর্তমানে সিলেট-৩১০০, শাহপরাণ (রহ), ওয়ার্ড নং-৩৩, সিলেট সিটি কর্পোরেশরন জেলা- সিলেট।
৩৭। আজমল হোসেন, পিতা- আমির আলী (মহুরী), সাং- বালুচর, জোনাকী, সোনার বাংলা, ওয়ার্ড নং-৩৬; পোঃ সিলেট-৩১০০, থানা- শাহপরাণ (রহ), সিলেট সিটি কর্পোরেশরন, জেলা- সিলেট।
৩৮ । মোঃ বাচ্চু মিয়া (৫৫), মাধবপুর উপজেলা – আওয়ামী যুবলীগ নেতা, পিতা- মৃত মাইল মিয়া, সাং- নজরপুর, ডাক- মৌজপুর, ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৩৯। মোঃ মুনজু মিয়া (৫৬) আওয়ামীলীগ যুবলীগ নেতা মাধবপুর, হবিগঞ্জ, পিতা- মৃত রহিজ আলী, সাং- নজরপুর, ডাক- মৌজপুর, ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৪০। আব্দুল আহাদ (৪৭), আওয়ামীলীগ নেতা, পিতা- মৃত আব্দুর রহিম, সাং- চৌধুরী চকরিয়া, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট
৪১। সাহেদ আহমদ (৩৮), যুবলীগ নেতা, পিতা- মৃত হিরা মিয়া, সাং- রায়নগর, সোনারপাড়া,
বাসা-১৯নং বাসা, থানা- শাহপরাণ (রহ), জেলা- সিলেট ।
৪২। নাসির আহমদ উরফে বিড়ি নাসির উরফে বুঙ্গারী নাসির, পিতা- আব্দুর লতিফ উরফে লতি, গ্রাম, নোয়াগাও, ডাক- সালুটিকর, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ।
৪৩। আনোয়ার আলী, পিতা- আব্দুল হেলিম, সাং- সাংবাইসার পার চলিতা বাড়ি, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ।
৪৪। মোবারক হোসেন, পিতা- অজ্ঞাত কম্পিউটার অপারেটর (আনোয়ারুজ্জামান এর টেন্ডরবাজির মূল হোতা ও অর্থ যোগানদাতা) সিলেট সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট ।
৪৫। নূরুল ইসলাম হেলাল (৪৫) ক্স যুবলীগ নেতা, পিতা- আব্দুল শহীদ, সাং- ঘোগারকুল
পশ্চিমপাড়া, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ।
৪৬। বেলাল আহমদ (৪০), যুবলীগ নেতা, পিতা- মৃত মুহিবুর রহমান, সাং- রাজাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট ।
৪৭। আব্দুল শহীদুর রহমান শহীদ (৫৮), আওয়ামীলীগ নেতা, পিতা- আব্দুর রউফ, সাং- হাসকড়ি মধ্য হাসকুড়ি চক, পোঃ পীরগাও, থানা-শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ ।
৪৮। কামাল আহমদ (যুবলীগ নেতা), পিতা- মৃত মন্তাজির আলী (আনাই মিয়া), সাং- পূর্বখাসা, বিয়ানীবাজার, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট ।
৪৯। আলা উদ্দিন, পিতা- সুরুজ মিয়া, সাং- বিআইডিসি মুক্তিযুদ্ধা গুচ্ছগ্রাম, থানা- শাহপরাণ (রহ), পোঃ খাদিমপাড়া, ওয়ার্ড নং-৩৪, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট ।
৫০। শফিকুর রহমান (খোকন), পিত ফজল, মিয়া, সাং- খাদিমপাড়া, বিআইডিসি, রোড নং-৬, পোঃ খাদিমপাড়া, শাহপরাণ (রহ), ওয়ার্ড নং-৩৪, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট ।
৫১ । সোমাইয়া বেগম হান্নান, (২৬), পিতা-আব্দুল থানা- থানা- কোতোয়ালী, সাং- মাছিমপুর, জেলা- সিলেট ।
৫২। লায়েক আহমদ (প্রচার সম্পাদক, সে^চ্ছাসেবকলীগ) (৩২), পিতা- মন্টু মিয়া,
সাং- মাছিমপুর
৫৩। ফারুক আহমদ (৪০), পিতা- আব্দুল মজিদ, সাং- নলজরী জাফলং, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ।
৫৪। সেবুল আহমদ (৫৫) পিতা-সুবহান, সাং- দক্ষিণ ভাগ (রাম্পা), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট ।
৫৫ । মোস্তাফিজুর রহমান (২২), ছাত্রলীগ নেতা, পিতা- মজলুর রহমান, সাং- বারকোট, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ।
৫৬। মোঃ রুহেল আহমদ (৩২), যুবলীগ নেতা, পিতা- খছরু মিয়া, সাং- নিজ ঢাকা, দক্ষিণ, চক্রটিপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা- সিলেট
৫৭। শাহীন আহমদ (২২) যুবলীগ নেতা, পিতা- আকল আলী, সাং- সুলতানপুর, পোঃ ঘহরপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট,
৫৮। অমিত আহমদ (২২) ছাত্রলীগ নেতা, পিতা- জয়নাল মিয়া, সাং- মাইজভাগ, পোঃ সাউথ ভাদেশ্বও মোকাম বাজার, থানা গোলাপগঞ্জ, জেল- সিলেট ।
৫৯। আব্দুল আহাদ (৪৯), পিতা- জাহির আলী, সাং- বাউসী ডিগলডিসি, সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ।
৬০। বুলবুল আহমেদ (৪১), পিতা- গিয়াস উদ্দিন, সাং- নলুয়া, সাংগঠনিক সম্পাদক, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ।
৬১ । রাসেল আহমদ (৪১), পিতা- আব্দুল করিম, সাং- নলজুরী জাফলং, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ।
৬২। দিলিপ বাবু (৪১), (ওয়ার্ড যুবলীগ নেতা), সাং- ইসলামপুর, ডাকঘর- ইলাইগঞ্জ, থানা-মোগলাবাজার, জেলা- সিলেট।
৬৩। আইনুল হক (৫৩), পিতা- অজ্ঞাত, সাঁং- পশ্চিম পীরমহল্লা, পোঃ আম্বরখানা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট ।
৬৪’। সুজন আলম (৪৫), পিতা- আবু জাহের, সাং- জাহানারা মঞ্জিল ৫৯ মুন্সিপাড়া থানা সদর যুবলীগ নেতা সিলেট মহানগর ।
৬৫ । শাহেদ আহমদ, পিতা- খালিক আহমদ, সাং-সুড়িগাও, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
৬৬। জুয়েল আহমদ, পিতা- ছত্তার মিয়া, সাং- তরুকখানা, মাজপাড়া, ওয়ার্ড ৪নং দক্ষিণ সুরমা, সিলেট ।
৬৭। জুবেল আহমেদ মঞ্জু (৩০), পিতা- আব্দুল বারী মন্টু মিয়া, সাং- সুড়ীগাঁও, মোগলাবাজার, সিলেট ।
৬৮। কাবেল আহমদ আহমদ রাব্বি রাব্বি (২২), পিতা- হোসেন, সাং- ‘সুড়ীগাঁও, আখতার: মোগলাবাজার, সিলেট ।
৬৯। আরিফ চৌধুরী, সহ-সভাপতি গোলাপগঞ্জ আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, সাং- উত্তর রনকেলী, বর্তমান ঠিকানা- মারজানা ‘ভিলা ১০৫ মিতালী (তৃতীয় তলা), সাং- রায়নগর রাজবাড়ী মিতালী, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট ।
৭০। ইকবাল হুসেন, পিতা- মৃত আপ্তাব আলী, সাং- ইসলামপুর,
৭১। শহিদ আহমদ, পিতা- মৃত আব্দুর গফুর চেয়ারম্যান, সাং- মোহাম্মদপুর, ১নং ওয়ার্ড, মোগলাবাজার ইউনিয়ন, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ।
৭২। মনসুর চৌধুরী (৩৬), পিতা- মৃত মোঃ জয়নুল আবেদীন, সাং- দাউদপুর ইউনিয়ন, ৪নং ওয়ার্ড, তুরুকখলা মাজপাড়া, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, সিলেট মহানগর ছাত্রলীগ সদস্য।
৭৩। মোঃ রুহেল আহমদ (৩২), পিতা- মিয়া, সাং- নিজ ঢাকা দক্ষিণ, চক্রবর্তীপাড়া, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট আওয়ামীলীগ
৭৪। সফিক মিয়া (৫২), সহ-সভাপতি, ২নং ওয়ার্ড তেতলী ইউনিয়ন, পিতা- কনাই মিয়া, সাং-বলদি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট; যুবলীগ নেতা ।
৭৫। শরিফ আহমদ (২৫), পিতা- মৃত মকবুল আলী, সহ সভাপতি, সাং- দক্ষিণ সুরমা, উপজেলা ছাত্রলীগ ।
৭৬। জুয়েল আহমদ (২৮), পিতা- ছত্তার মিয়া, সাং- তুরুপখলা, মাঝপাড়া।
৭৭। মোঃ রুহেল আহমদ (৩২), যুবলীগ নেতা, পিতা- খসরু মিয়া, সাং- নিজ ঢাকা দক্ষিণ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ।
৭৮। মেহেদী হাসান মাছুদ (৫২), মাধবপুর উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ সভাপতি, মাধবপুর, হবিগঞ্জ, পিতা- মৃত হরমুজ আলী, সাং- নজরপুর, পোঃ মৌজপুর ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৭৯। শরীফ উদ্দিন (৫০), মধপুর উপজেলা আওয়ামী তাতী লীগ সভাপতি, মাধবপুর, হবিগঞ্জ, পিতা- মৃত রঙ; মিয়া, সাং- নজরপুর, পোঃ মৌজপুর ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৮০। আবুল কালাম আজাদ (৫০), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং আদাঐর ইউনিয়ন শাখা, মাধবপুর, হবিগঞ্জ, পিতা- মৃত জহুর আলী, সাং- নজরপুর, পোঃ মৌজপুর ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৮১। মোঃ গোলাপ খান (৫২), ৪নং আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মাধবপুর, হবিগঞ্জ, পিতা- মৃত আশমদ আলী, সাং- নজরপুর, পোঃ মৌজপুর ৪নং আদাঐর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
৮২। কর্ণেল আহমদ সুহেল (৩৮), পিতা- পংকি মিয়া, সাং- ৭ নং ওয়ার্ড ধরমপুর, হাজীগঞ্জ, মোগলাবাজার ।
৮৩। মুক্তাদির আলী (৪৫), মোগলাবাজার ৯নং ওয়ার্ড মেম্বার (৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি), সাং-মোহাম্মদপুর,
৮৪। সুজা মিয়া (৩৭), যুবলীগ জমির আয়ী; মাও মোগলাবাজার-৯১নং ওয়ার্ড মোহাম্মদপুর ।
৮৫। অমর দাস (৪৫), আওয়ামীলীগ নেতা, পিতা- অজ্ঞাত, মোগলাবাজার ৭নং ওয়ার্ড মেম্বার, হাজীগঞ্জ, ধরমপুর ।
৮৬। আব্দুস সামাদ নজরুল (৫৫), পিতা মৃত আব্দুল মনাফ, সাং- দরগাহ গেইট চন্দনটুলা (স্কুল গলি) বাসা নং-চয়ন(২৬), আওয়ামীলীগ সদস্য সিলেট মহানগর ।
৮৭। ফারুক উদ্দিন’ (৪৭), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং- উত্তর পাড়িয়াবহর, জলঢুপ বাজার- ৩১৭১, ১১নং লাউতা ইউ/পি, উপজেলা- বিয়ানীবাজার, জেলা-সিলেট।
৮৮। সরাজ আহমদ (৩০), পিতা-মৃত আব্দুস ছালাম, সাং- উত্তর পাড়িয়াবহর, জলঢুপ বাজার- ৩১৭১, ১১নং লাউতা ইউ/পি, উপজেলা বিয়ানীবাজার, জেলা-সিলেট।
৮৯। মজির উদ্দিন (৪৪); পিতা- মৃত মিসি আলী, সাং-কোনাগ্রাম, ডাক-বিয়ানীবাজার, ১০নং মুড়িয়া ইউ/পি, উপজেলা-বিয়ানীবাজার, জেলা- সিলেট।……….আসামীগণ ।
মামলার সূএ জানা যায়, ২০২৪ ইং সালের ৩ আগস্ট দুপুর ২.২০ ঘটিকার সময় ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ সরকারের জুলুম, নির্যাতন,লুটপাট, অত্যাচার, নিপিড়ন, খুন, গুম, দূ:শ্বাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সারাদেশ ব্যাপি ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সাথে একমত পোষন করে উপশহর পয়েন্টে মিছিল সমাবেশ করলে ১,২,৩,৪ ও ৫ নং আসামীর হুকুমে আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগের ৯০/১০০ নেতাকর্মী মিলে বিভিন্ন অংঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ককটেল, কাটারাইফেল,পাইপগান, রামদা হাতে নিয়া অবৈধভাবে আন্দোলন বানচাল করতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের হত্যার উদ্দেশ্য তাদের উপর ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। সময় তাদের গুলিতে বেশ কয়েকজন আহত হয় এর মধ্যে বাদীও একজন। মৃত ভেভে আসামী রা চলে যায়।এছাড়াও সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় অস্ত্রের মহড়া দিয়ে গুলিবর্ষন করতে করতে শান্তি শৃংখলা বঙ্গকরে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন।