গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।