ঝালকাঠিতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারি বাবার ২৯৫তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘ ঝালকাঠি ৩ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ১মিনিটে নগর কীর্তন সহযোগে ঠাকুর জাগরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।তার পর বাল্যভোগ,সকাল ১১টায় ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ।বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মন্দির কমিটির উপদেষ্টা নির্মল কান্তি দে তরণী।
তারপরে পূজাঅর্চ্চনা,অঞ্জলিপ্রদান,ভোগরাগ,সন্ধ্যারতি,বুদ্ধিপ্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরন,গীতা পাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, শ্রীমদ্ভাগবত পাঠ, দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন, দরিদ্র অসহায় শিশু রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন,চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরন করবেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, বিভাগীয় প্রধান (প্রাক্তাম) শিশু বিভাগ সেবাচিম বরিশাল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনাট্য ( সন্তানের টানে মায়ের আগমন) অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশেষ পূজাঅর্চ্চনা ও মহাপ্রসাদ বিতরণ মহোৎসব এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সুব্রত সাহা ও অনুষ্ঠান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভ ঘোষ।