ইকবাল হোসেন, (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় শ্রমিকরা। স সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সারে বারোটার দিকে ত্রিশাল টু বালিপাড়া রোডের বীরামপুর ভাটিপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কের যেওসি গার্মেন্টস এর সামনে প্রায় ১৫০০ শত শ্রামিকরা এ রোডে এ অবরোধ প্রায় ৩০ মিনিট ধরে চলতে থাকে।
জিওসি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর সুসিং বলেন, “আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনের কাছে বারবার বলেছি, কিন্তু এর কোন প্রতিকার পাইনি।”
গার্মেন্টস কর্মী মোজাম্মেল হক জানান, এলাকায় অতিরিক্ত গতিসম্পন্ন যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে শ্রমিকসহ পথচারীরা ঝুঁকির মধ্যে থাকেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে নামেন।
অবরোধ চলাকালে শ্রমিকরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন—“স্পিড ব্রেকার চাই, জীবন বাঁচাতে চাই”। এতে ত্রিশাল-ব্রাহ্মপল্লী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, “শ্রমিকদের দাবি যৌক্তিক। আমরা দ্রুত বিষয়টি তদন্ত করে স্পিড ব্রেকার স্থাপনের জন্য রোড এন্ডস হাওয়ে সাথে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”