ইকবাল হোসেন , ত্রিশাল (ময়মনসিংহ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নজরুল অডিটোরিয়ামের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সজ্জিত নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে ত্রিশাল শহর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদুল আমীন খসরু।
এছাড়াও উপস্থিত ছিলেন: ত্রিশাল উপজেলা বিএনপির নেতা বাবুল আহমেদ, ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা রাজীব আহমেদ, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা ইকবাল হোসেন, নজরুল কলেজ ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, বিএনপি নেতা মনির হোসেন, সাব্বির আহমেদ রনি (সাবেক আহ্বায়ক, ত্রিশাল উপজেলা ছাত্রদল), মোঃ মোশারফ হোসেন (আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল), আব্দুল্লাহ আল মামুন (সাবেক আহ্বায়ক, তাঁতীদল), ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), আজাহারুল ইসলাম (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল), সাজ্জাদুল ইসলাম সজীব, সুজন মাহমুদ ( যুগ্ম আহ্বায়ক, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকদল), ফরিদ আহমেদ শ্যামল (আহ্বায়ক, মৎস্যজীবী দল), ওবাইদুল হক মিলন (সদস্য সচিব, মৎস্যজীবী দল), এবং ছাত্রদল নেতা খন্দকার ইমরান হোসেন, শিহাব উদ্দিন খান, শামীম মিয়া বেপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল উপস্থিতি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রমাণ দেয় এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নতুন উৎসাহ যোগায়।