ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ,সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৪ই মার্চ (শুক্রবার) বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কমনা করা হয় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক সদস্য ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাখুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ মুহাম্মদ গোলাম এয়াহিয়া।
সাখুয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আব্দুল মতিন বালিপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক প্রফেসার গোলাম ফারুক স্বপন, ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার হায়দার ভুট্টো ও প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক,স্থানীয় ওলামায়ে কেরাম ও ত্রিশাল ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।