মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নিখোঁজ ইমনের সন্ধান মেলেনি ৬ মাসেও

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

স্টাফ  রিপোর্টার:  নিখোঁজের দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও মানসিকভাবে অসুস্থ কিশোর ইমনের সন্ধান মেলেনি। এদিকে দুই সন্তানের মধ্যে বড় ছেলে ইমন উদ্ধার না হওয়ায় পাগলপ্রায় তার খেটে খাওয়া বাবা-মা ও পরিবারের সদস্যরা। ছেলেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত তার বাবা। ছেলের অবস্থান নিয়ে এক অজানা শঙ্কার মধ্যে রয়েছে তাদের পুরো পরিবার।

ঢাকার বনানী থানায় সাধারণ ডাইরির সূত্র মতে, নিখোঁজ ইমন রাজধানীর বনানী থানাধীন কড়াইল কুমিল্লাপাড়ার জামাইবাজার এলাকার ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র। ঘটনার দিন গত বছরের ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে স্থানীয় জামাইবাজার এলাকা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় ১৫ বছরের এ কিশোর। ভূক্তভোগী ইমনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, তার দুই পুত্রের মধ্যে ইমন বড়। সে কিছুটা মানসিকভাবে অসুস্থ। ছেলের নিখোঁজের পর বিভিন্ন এলাকায় খুঁজে তাকে পাওয়া যায়নি।

পরে এ বিষয়ে বনানী থানায় একটি সাধারণ ডাইরি করি। (নং ৬৬৩ তারিখ-৮ সেপ্টেম্বর ২৪)। জিডির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন একই থানার এসআই রাসেল সরকার। বর্তমানে তিনি বদলী হয়ে অন্যত্র চলে গেছেন। জাহাঙ্গীরের অভিযোগ, থানা পুলিশ আন্তরিকভাবে জিডির তদন্ত করেনি। তাহলে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেও ইমনকে উদ্ধার করা সম্ভব হতো। থানা পুলিশ সব সময় দাবি করে আসছে, তারা গুরুত্বের সহিত বিষয়টি দেখছেন। আসলে সবটাই আমাদের সান্তনা দেয়া ছাড়া আর কিছু নয়। কোন ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে বনানী থানা অথবা তাকে ০১৯৬৪৬৬৮৩৭২ নম্বরে জানানোর অনুরোধ জানান জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com