সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:

নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ২

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুরে সালাম ও সামসু মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন মিয়া (২০) ও বাশার (৩০)। তবে, তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও সামসু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে, গত রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘‘সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com