জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন। বুধবার (২ জুলাই) সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ইসি সচিব বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শুন্যভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ লাখ ৭৮ হাজার সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে। এখন আবেদনের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। আখতার হোসেন আরও বলেন, এখন আবেদন সংখ্যা ২০ হাজার কমেছে। সামনের তিন মাসে তা আরও কমবে—এমনটাই প্রত্যাশা করেন আখতার হোসেন।