রাজধানীর টিকাটুলির হাটখোলায় একটি কেমিক্যালের গুদামে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ওই ভবনের তৃতীয় তলায় কেমিক্যালের গুদামের তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। বুধবার (২ জুলাই) সকালে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, টিকাটুলির হাটখোলার মামুন প্লাজায় ওই কেমিক্যালের গুদামে আজ ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের সাতটি ইউনিট সেখানে যায় এবং চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের কেমিক্যাল ছিল, সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেনি। মালিকপক্ষের কেউ সেখানে ছিলেন না।
তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করেছি আমরা। তিনি আরো বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেক পরিবার থাকে। প্রায় ৫২টি বাসা ছিল সেখানে। তাদের সেখান থেকে ঝুঁকি বিবেচনায় নিরাপদে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।