শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে পাহাড়ি সংগঠন কেএনএফ বা বম পার্টির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালেও অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু জানান, ঘটনার বিস্তারিত তুলে ধরতে আজ দুপুরে রুমা সেনা জোনে সংবাদ সম্মেলন ডেকেছেন সেনা কর্মকর্তারা।

রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী সংবাদমাধ্যমকে বলেন, পলি প্রাংসা এলাকায় সেনাবাহিনীর কয়েকটি দল আজ ভোরে অভিযান চালায়। অভিযান চলাকালে সেনাবাহিনী এবং কেএনএ’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এলাকায় তল্লাশি করার পর সেখানে দুজনের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহতের মধ্যে কেএনএ কমান্ডারও রয়েছেন। লাশ পড়ে আছে শুনলাম। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। খবর পাওয়ার সাথে সেনাবাহিনীর দুটি দল এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানার সুযোগ নেই বলে জানান ওসি সোহরাওয়ার্দী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com