কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প টানা এক সপ্তাহের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিতে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনাও ঘটছে। এতে অন্তত ৮০০ ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৭ জুলাই) দিনভর ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের একাধিক ব্লকে পানি ঢুকে পড়ে। এছাড়া পাহাড় ধসের ফলে কয়েকটি ঘরে মাটিচাপা পড়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শতাধিক পরিবারকে সরিয়ে লার্নিং সেন্টারসহ বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টানা বৃষ্টিতে একাধিক ক্যাম্পে পানি উঠেছে। কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেকেই লার্নিং সেন্টারে আশ্রয় নিয়েছেন।