জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যহতের আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন। এর মধ্যে দিয়ে চানখাপুলে ছয় ছাত্র হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
একই সঙ্গে আগামী ১০ আগস্ট মামলার সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলার আট আসামির মধ্যে হাবিবুর রহমান হাবিবসহ চারজন পলাতক রয়েছেন। বাকি চারজন আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন। চার্জ গঠনের সময় ট্রাইব্যুনাল তাদের কাছে জানতে চান তারা এই ঘটনার সঙ্গে জড়িত কি না। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং এ ঘটনার ন্যায়বিচার চান।