ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের এক অসহায় পরিবারের বসত ভিটা বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। বসত ভিটার জমির সীমানার খুঁটি ও বিভিন্ন গাছ উপরে ফেলায় আতঙ্কে দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, উপজেলার সতের পাড়া গ্রামের ফিরুজ মিয়া প্রায় বিষ বছর পূর্বে প্রতিবেশীদের কাছ থেকে ৯.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। সে সময় থেকে ঐ জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু কিছুদিন আগে জমি বিক্রেতার ভগ্নিপতি আলাউদ্দীন হঠাৎ ভুক্তভোগী ফিরুজ মিয়া জমি সহ পাশের জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সীমা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে জানালে নানান জটিলতার সৃষ্টি করতে শুরু করে স্থানীয় প্রভাবশালী জমি বিক্রেতা মৃত রুস্তম আলীর ছেলে মো. জাকারিয়া ও তার ভাইয়েরা। এরই প্রেক্ষিতে গত ১২ জুলাই (শনিবার) সকালে ফিরুজ মিয়ার বাড়িতে সীমানা খুঁটি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় ফিরুজ মিয়ার স্ত্রী মোছা. রিনা আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ জমিতে বসতবাড়ি করে বসবাস করছেন ফিরুজ মিয়ার পরিবার। সেই জোর পূর্বক জমি বেদখলের পাঁয়তারা করছে এবং গত ১২ জুলাই সকালে জমি বেদখল ও ঘর দখলের চেষ্টা করে। এ সময় সীমানা খুঁটি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলে।
অভিযোগকারী রিনা আক্তার জানান, ওইদিন সকালেই আমাদের বসত বাড়ির প্রায় ১০-১৫টি গাছের চারা ও সীমার খুঁটি উপড়ে ফেলে দেয়। বাঁধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে আমাদের মারতে আসলে আমরা সরে যায়। তারা আমাদের ক্ষতি করে জমি বেদখল করার হুমকি দেয়।
স্থানীয় হাবিবুর রহমান জানান, এই জমি নিয়ে একাধিক বার সালিশ মীমাংসা হয়েছে। সর্বশেষ আমি নিজেই সালিশ মীমাংসা করে জমির সীমানা নির্ধারণ করে খুঁটি দিয়ে আসছি। এখন শোনতে পাচ্ছি আবার পূর্বের ন্যায় ঝামেলা পাকাচ্ছে।
জমি বিক্রেতার ভগ্নিপতি আলাউদ্দীন বলেন, আমার অনুপস্থিতিতে পরিবারের লোকজন না বুঝে সে জায়গার কিছু গাছের চারা উপড়ে ফেলেছে। বিষয়টি ঠিক হয়নি।
অভিযুক্তদের মো. জাকারিয়া জানান, তাদের সাথে কিছু টাকা পাওনা আছে সে টাকা দিতে টালবাহানা করছে। সেজন্য আমার বিক্রিত জমি ফেরত নিয়ে নেওয়ার জন্য আমি জমির সীমানা উঠিয়েছি এবং সেখানে থাকা গাছের চারা তুলে ফেলেছি।
এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি বিক্রেতা ও পার্শ্ববর্তি জমির মালিক মিলে জমির সীমানার খুঁটি ও গাছের কিছু চারা উপরে ফেলেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।