বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াত আমিরের

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

সবাইকে নিয়ে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে মন্ত্রী-এমপিরা সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না, এমনকি নিজের হাতে টাকা লেনদেনও করবেন না।
 
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
 
তিনি বলেন, কোনো প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া হলে তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের কাছে তার হিসাব পেশ করতে হবে। চাঁদা নেব না, দুর্নীতিও করব না। দুর্নীতি সহ্য করব না, কাউকে করতেও দেব না। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ কেমন হবে? ইনশাআল্লাহ, এক লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেক লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।
 
তিনি বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয়ী হব। বক্তব্য চলাকালে গরমে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি মঞ্চে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান। এ সময়ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানাতে ভুল করেননি।
সরকারে গেলে কী ধরনের নীতি অনুসরণ করা হবে, তা জানিয়ে তিনি বলেন, আমরা মালিক হতে চাই না, সেবক হতে চাই। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপি বা মন্ত্রী হলে কোনো ধরনের ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবেন না। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়, তার প্রমাণ কী?—আমরা সবাইকে নিয়েই এই সমাজ গড়ব। প্রতিশ্রুতি দিচ্ছি, মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com