বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া ১০২ এসিল্যান্ড প্রত্যাহার আইএফআইসি ব্যাংকের বন্ডে অনিয়ম- সালমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা গোল্ডস্যান্ডস গ্রুপের উদ্যোগে গ্রুপ ফ্রি হেলথ চেকআপ কর্মসূচি ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা টেলিগ্রামেও আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫ সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজি: রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর মালামাল লুট
Headline
বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া ১০২ এসিল্যান্ড প্রত্যাহার আইএফআইসি ব্যাংকের বন্ডে অনিয়ম- সালমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা গোল্ডস্যান্ডস গ্রুপের উদ্যোগে গ্রুপ ফ্রি হেলথ চেকআপ কর্মসূচি ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা টেলিগ্রামেও আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫ সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজি: রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর মালামাল লুট

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস: প্রধান উপদেষ্টা

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়—মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখনও আমাদের সামনে সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝেমধ্যে ভয় হয়, আমরা যেনো এই শিক্ষা ভুলে না যাই। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে— যত শাস্তিই দিই, সেটার বীজ বোধহয় রয়েই যায়। সেই বীজ থেকে মুক্তি লাগবে। তাই কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেনো, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনও নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়।

অন্যদিকে, লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়—বিচার মানে এই নিশ্চয়তা প্রদান করা যে, রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।

রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গড়ার চেষ্টা করা হচ্ছে—উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই ঐকমত্য এমন একটি ব্যবস্থাকে নিশ্চিৎ করবে যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই—একটি বাংলাদেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট পর্যন্ত, এমনকি গত বছরের জুলাই-আগস্টের সংকটকালীন সময়েও জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com