বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ত্রিশালে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : / ২৬ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন

ত্রিশাল উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত বোর্ডঘর মোড়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সংঘটিত নৃশংস হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার চিহ্নিত আওয়ামী দোষর মোঃ কামাল মিয়ার নেতৃত্বে সশস্ত্র গ্যাং সম্প্রতি বোর্ডঘর মোড়ে ৫টি দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে এবং বেপরোয়াভাবে ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।

ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় আয়নাক্ষেত বোর্ডঘর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন কাঁঠাল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বক্তারা অবিলম্বে প্রধান অভিযুক্ত কামাল মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

স্থানীয়রা জানান, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে এলাকায় অশান্তি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com