ইকবাল হোসেন, ময়মনসিংহ : বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ত্রিশাল পৌর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ত্রিশাল পৌরসভার কোনাবাড়ি সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ত্রিশাল পৌর বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসাইন সোহাগ এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার কারা নির্যাতিত ত্রিশাল পৌর বিএনপি নেতা ডাঃ শাহ মোঃ মাহবুবুল আলম
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক বেপারী, সুরুজ আলী, আব্দুল আজিজ, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম ফরাজি, দেলোয়ার হোসেন, আবু সাঈদ সরকার, হাফিজুল সরকার, মনজুরুল আলম, শহীদ আকন্দ, সোহেল রানা, খোরশেদ আলম মাজহারুল ইসলাম নয়ন, কালো শেখ, রুহুল আমিন সহ দুই শতাধিত নেতা কর্মি।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। সেই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আত্মত্যাগকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণা জোগায়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, নানা চড়াই-উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া আজও দেশ ও গণতন্ত্রের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর ৮০তম জন্মদিনে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ নানা কর্মসূচি পালন করছে।