ইকবাল হোসেন, ময়মনসিংহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশাল থানার যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬আগস্ট শনিবার ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের আলতাবিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ত্রিশাল উপজেলার সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান যুব নেতা খন্দকার হুমায়ুন কবির সুমন, যুবনেতা ফয়সাল আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ বহু সংকট কাটিয়ে উঠেছে। আজ তার ৮০তম জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য দোয়া করছি।”
তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সক্রিয় নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আবারো রাজনীতির ময়দানে ফিরে পেতে চায় দেশের মানুষ।