ইকবাল হোসেন, ময়মনসিংহ : ২১ আগষ্ট বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া বিল সংলগ্ন এলাকায় — ছাগলের প্রাণঘাতী পিপিআর (PPR – Peste des Petits Ruminants) রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে।
পিপিআর একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ যা ছাগল ও ভেড়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়। এই রোগের প্রাদুর্ভাব রোধে সরকারের এই টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন সুলতানা জানান, “এই কর্মসূচির আওতায় প্রতিটি খামারি বা ছোট পশুপালক তাদের ছাগল বিনামূল্যে টিকা দিতে পারবেন। ইতিমধ্যে এলাকায় টিকাদান শুরু হয়েছে এবং আগামী ১০দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।”
এদিকে, স্থানীয় খামারিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো টিকা দিলে পশু মৃত্যুর হার কমবে এবং আর্থিক ক্ষতির ঝুঁকিও হ্রাস পাবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সকল খামারিকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তাদের পশুকে টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছে।