ইকবাল হোসেন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। রামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা শিক্ষক) শেখ মোহাম্মদ ফরীদ, সহকারী ছিলেন কম্পিউটার অপারেটর আবু রায়হান শাম্মী ও মো. ওবায়দুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলে মেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নাই।
উক্ত অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট এই ফাইনাল খেলা নির্ধারিত টাইমে ড্র হলে ট্রাইবেকারে হলুদ একাদশ ৩ গোল করে লাল একাদশ ৪ গোলে জয়লাভ করেন।