শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠিতে লোকনাথ বাবার আবির্ভাব উৎসবে শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ দুর্ঘটনায় আহত বর, হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালেই বিয়ে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির সখীপুরে মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য উপদেষ্টা পরিষদে আরো ৩ নীতিমালার খসড়া অনুমোদন ঝালকাঠিতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারি বাবার ২৯৫ তম আবির্ভাব উৎসব উদযাপন
Headline
ঝালকাঠিতে লোকনাথ বাবার আবির্ভাব উৎসবে শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ দুর্ঘটনায় আহত বর, হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালেই বিয়ে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির সখীপুরে মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য উপদেষ্টা পরিষদে আরো ৩ নীতিমালার খসড়া অনুমোদন ঝালকাঠিতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারি বাবার ২৯৫ তম আবির্ভাব উৎসব উদযাপন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। সেজন্য শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে সকাল আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন কাবুলের উদ্দেশে জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাঠানো ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ওষুধ। এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের পূর্বে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত হন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজারের বেশি ঘরবাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com