বাদল চন্দ্র ধর, ঝালকাঠি: ঝালকাঠিতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম আবির্ভাব উৎসব উপলক্ষে (৫ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টা ০১মিনিটের সময় দরিদ্র অসহায় শিশু রোগীদের মধ্যে বিনামূল্যে মন্দির আঙিনায় চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন,অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা, বিভাগীয় প্রধান (প্রাক্তন)শিশু বিভাগ শেবাচিম হাসপাতাল, বরিশাল।
সেবা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, ডাঃ সুধীর রঞ্জন অধিকারী, জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মানিক রায়, দৈনিক আজকের জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক ঝালকাঠি শংকর দাস পবন, মন্দির কমিটির সভাপতি মানষ দাস শিবু,সাধারণ সম্পাদক সুব্রত সাহা,উদয় শংকর, সঞ্জয় ব্যাপারী,বাবু সরকার, অমরবন্ধু ঘোষ (অমু), শুভ ঘোষ সহ মন্দির কমিটির সম্মানিত সদস্য বৃন্দরা।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে শিশু রোগীদের অভিভাবকরা খুশি।
মানব সেবায় ঝালকাঠি শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘের সদস্যরা নিরালস ভাবে কাজ করে চলছে। দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, বুদ্ধিপ্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরন সহ নানা রকম কাজে সাহায্য করে আসছে তারা।