জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, ‘জাতীয় পার্টি আর আওয়ামীলীগ একে অপরের পরিপূরক। জিএম কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করতে হবে।
দালালদের ব্যাপারে সাবধান।’
এর আগে জিএম কাদের ও জাতীয় পার্টির উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘তারা বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না।