মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশে দৈনিক ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়। মাদক সেবনকারী শতকরা ৮০ ভাগ তরুণ, স্কুল-কলেজের শিক্ষার্থী। মাদক সেবনকারীদের মধ্যে ১০ শতাংশ নারী। কিন্তু যারা মাদক ব্যবসা করে তাদের মধ্যে নারীর সংখ্যা আরো বেশি।
’
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এদিন স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশে মাদক ব্যবসায়ীদের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার। আমাদের লোকসংখ্যা ১৭ কোটি হলে প্রতি হাজারে একজন মাদক ব্যবসা করে।
তিনি বলেন, ‘আপনার যখন কাউকে মাদক বিক্রি করতে দেখবেন, তখন আমাদের জানাবেন। আমরা যেকোনো মূল্যে মাদক উচ্ছেদ করব।
আমরা স্কুল-কলেজে মাদকবিরোধী অভিভাবকদের সমাবেশ করব, অভিভাবকদের সচেতন হতে হবে। তরুণ সমাজকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় পরিচালক এ কে এম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।