• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
নোটিশ:
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বিডি ২৪ ক্রাইম ওয়েবসাইটে...

ত্রিশালে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : / ১৯৭ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে “উচ্চ শিক্ষা গ্রহণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ত্রিশাল পৌর অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ত্রিশাল (DUSAT) এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.সালমা নাসরিন। সেমিনারে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খবিরুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল আউয়াল, ডুসাটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দীপু, সভাপতি সাজ্জাদ কাদির সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.সালমা নাসরিন বলেন, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। শত প্রতিবন্ধকতা থাকলেও সদিচ্ছা থাকলে, যেকোনো পরিস্থিতি থেকে সর্বোচ্চ ভালো করা সম্ভব। অসাধ্য সাধন করা সম্ভব, যদি ধৈর্য্য ধরে রাখা যায়”। এক্ষেত্রে তিনি নারী শিক্ষার্থীদের এগিয়ে রেখেছেন। ত্রিশালের শিক্ষাবিস্তারে ডুসাট সহযোগিতা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়াও ডুসাটের বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন নিয়ে তিনি প্রশংসা করেন এবং ডুসাটের সদস্যদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category