মোঃ ইকবাল হোসেন, ত্রিশাল উপজেলা প্রতিনিধি :বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল।
এ কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ, ঢাকা বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইউসুফ আলী, ফেরদৌস আলম, ইয়াহিয়া ম্হমুদ সহ অনেকেই।