মোঃ ইকবাল হোসেন, (ত্রিশাল) ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় কোরআনের আলোকে সমাজকে আলোকিত করার মাধ্যমে সমাজের অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত একটি মানবকল্যাণ,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ”কাজির শিমলা দুলালবাড়ী মানবকল্যাণ সংগঠন ” এর স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ( ২৭ শে ডিসেম্বর) দুপুর ২ টার দিকে অত্র সংগঠনের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মোঃ আল হাদীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীপতি,দানবীর ও অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবু নোমান শেখ। আলহাজ্ব আবু নোমান শেখ তাঁর বক্তব্যে বলেন- সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র সংগঠন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করার মাধ্যমে সভ্য,সৃজনশীল ও সম্ভাবনাময় আশ্রয়স্থল হিসেবে সংগঠনটির কার্যক্রম চলমান থাকবে। এসময় তিনি সংগঠনকে আরো গতিশীল,আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সংগঠনের সদস্য হয়ে আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আগামী প্রজন্মকে ধর্মীয় জ্ঞান চর্চা ও জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে ‘ আলহাজ্ব আবু নোমান শেখ ইসলামিক পাঠাগার’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে অত্র সংগঠনের সহ- সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ বলেন- অত্র সংগঠনটি ২৬ শে মে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগঠনটির মূল লক্ষ্যই ছিল মানব সেবায় আত্মনিয়োগ। এ লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ নাজমুল ইসলাম পিটুল সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোমী ও সুশিক্ষিত যুব সমাজ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ। আলোচনা ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত ও গণ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।