• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
নোটিশ:
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বিডি ২৪ ক্রাইম ওয়েবসাইটে...

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।এ গেজেটে সারাদেশে ৮৩৪ জন শহীদের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকের নামের পাশে তাদের মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’ গঠনের পরিকল্পনা করেছে। এই অধিদফতর শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করবে। গেজেটে উল্লেখিত শহীদদের সংখ্যা ৮৩৪ এবং আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গত ২১ ডিসেম্বর শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। এরপর, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে শহীদ ও আহতদের তালিকা প্রস্তুত করার জন্য। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নামের প্রথম গেজেট প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং যাচাই-বাছাই করে ৮৩৪ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category