ইকবাল হোসেন,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে দৈনিক সংগ্ৰাম পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই আয়োজন করা হয় ।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয় । তারপর হামদ ও না’ত পরিবেশন করেন শিশু শিল্পী রাখনুমা । স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্ৰামের ত্রিশাল উপজেলা প্রতিনিধি মো. মনির হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর আ.ন.ম আব্দুল্লাহীল বাকী নোমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, ওসি তদন্ত মোবারক হোসেন, বণিক বার্তা পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মুহাম্মদ আলমগীর কবীর, অধ্যক্ষ ফজলুল হক, এটিএম মনিরুজ্জামান, অধ্যাপক খবিরউজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, এনামুল হক, আবু তাহের, আবু তালহাসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দৈনিক সংগ্রামের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় । এরপর উপস্থিত সকল অতিথিবৃন্দের মাঝে উপহার হিসেবে বই ও খাবার বিতরণ করা হয় ।