মোঃ ইকবাল হোসেন, ত্রিশাল,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ত্রিশাল ট্রাফিক জোনের ইনেস্পেক্টার গোলাম মাওলা,
সরকারি নজরুল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক,দুখু মিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক প্রমুখ।