• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
নোটিশ:
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বিডি ২৪ ক্রাইম ওয়েবসাইটে...

ট্রাম্প-পুতিনের ফোনালাপ : ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ঘোষণা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন  ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি ‘দীর্ঘ ও ফলপ্রসূ’ ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ব্যাপারে সম্মত হয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে জানান, তিনি ও পুতিন তাদের নিজ নিজ দলকে আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছেন এবং পরস্পরকে রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি নিয়ে আলোচনা করেছেন।এই ফোনালাপের পর ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই, যা কিয়েভের জন্য হতাশার খবর।জেলেনস্কি জানান, তিনি শুক্রবার মিউনিখে একটি প্রতিরক্ষা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, এখনই সময় এই হাস্যকর যুদ্ধ বন্ধ করার, যেখানে ব্যাপক ও সম্পূর্ণ অপ্রয়োজনীয় মৃত্যু ও ধ্বংস ঘটেছে। রাশিয়া ও ইউক্রেনের জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি!পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের নির্দিষ্ট তারিখ দেননি ট্রাম্প, তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, আমরা সৌদি আরবে সাক্ষাৎ করব।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করেন এবং এখনই শান্তি আলোচনার সময় এসেছে বলে মনে করেন।প্রায় দেড় ঘণ্টার ফোনালাপে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান বলে জানান পেসকভ। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের আগের সীমানায় ইউক্রেন ফিরে যেতে পারবে না, তবে কিছু এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category