• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
নোটিশ:
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বিডি ২৪ ক্রাইম ওয়েবসাইটে...

ঘন কুয়াশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট গাড়ির সংঘর্ষ, আহত ১৫

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

তারা আরো জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। এর ফলে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অন্যটির ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে চারটি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। এসব দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের বেশি ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার গণমাধ্যমকে বলেন, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা। তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখন সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট নেই, তবে ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category